কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর মেয়র যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থকরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল করার সময় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
কালীগঞ্জ পৌর মেয়র কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু জানান, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধূরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় তার নেতৃত্বে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় নিজ অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি আলোচনাসভা করছিলেন। এ সময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগের অপরগ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় তার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুটপাট করে।