আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাইরোডের মধ্যবয়স্ক মাদকাসক্ত দিলীপ কুমার কুরিকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিষ্ঠ হয়ে মাদকাসক্তের ভাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট গ্রেফতার করার দাবি জানালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গতকাল এসআই জসিম ৪ পুরিয়া গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডের মৃত সত্যকুরির ছেলে দিলীপ কুমার কুরি (৫০)। সে দীর্ঘদিনের মাদকাসক্ত। দীলিপ কুরির ভাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের নিকট মাদকাসক্ত ভাইকে গ্রেফতার করে জেলহাজতে রাখতে অনুরোধ জানান। তাদের অনুরোধের প্রেক্ষিতে গতকাল উপজেলা নির্বাহী অফিসার আলমডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দেন মাদকাসক্ত দিলীপকে গ্রেফতার করতে। গতকাল এসআই জসিম দিলীপকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নেন। এ সময় তার নিকট থেকে ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার দিলীপ কুরিকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।