স্টাফ রিপোর্টার: সারাদেশে অক্টোবর মাসে ২০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১৭ জন কথিত ক্রসফায়ারে এবং বাকি তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়। বেসরকারি সংগঠন অধিকারের এক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১২ জন আহত হয়েছেন ৯১৮ জন। এ সময়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুজন বাংলাদেশি নিহত, ১০ জন আহত ও চারজন অপহৃত হন। এছাড়া গত মাসে জেল হেফাজতে মারা গেছেন আটজন। হামলা, হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন নয়জন সাংবাদিক। গণপিটুনিতে ১০ ব্যক্তি মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অক্টোবর মাসে দেশে ৮০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২৪ জন যৌন হয়রানি এবং ১৫ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন।