বাংলাদেশবিরোধী তৎপরতায় ভারতের মাটি নয়: পঙ্কজ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী কোনও তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে ঢাকাকে আশ্বস্ত করেছেন হাইকমিশনার পঙ্কজ শরণ। বর্ধমানে বোমা বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ততার খবর প্রকাশের মধ্যে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন ভারতের হাইকমিশনার, যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও উপস্থিত ছিলেন। বাংলাদেশের মাটি থেকে ভারতবিরোধী কোনও তৎপরতা চালাতে দেয়া হবে না বলে ঢাকার পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে। একই ধরনের প্রতিশ্রুতি নয়া দিল্লির কাছ থেকেও প্রত্যাশা করে সম্প্রতি কোলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারে শেখ হাসিনা বলার পরপরই ভারতীয় দূতের এ বক্তব্য এলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) ৫০ বছর পূর্তি এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) ডে উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঙ্কজ শরণ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অব্যাহত থাকবে। ভারতের হাইকমিশনার বলেন, তার দেশ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। আমরা আমাদের ভূমি এমন কোনো কাজে ব্যবহার হতে দেব না, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে।