ঝিনাইদহের কালীগঞ্জে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া গৃহবধূর মৃত্যু

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ শিউলি আক্তার (৩০) ১১ দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছেন। গতকাল রোববার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাইয়ের ছেলে পারভেজ হোসেন জানান, প্রতিদিনের মতো ২২ অক্টোবর শিউলি আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। তার তিন ছেলে-মেয়ে সবাই বাইরে ঘুমিয়ে ছিলো। ভোরে কে বা কারা ঘরের জানালা দিয়ে শিউলি আক্তারকে লক্ষ্য করে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়ির অন্য সদস্যরা তার চিৎকারে ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

আগুনে ওই গৃহবধূর শরীরের প্রায় ৪৫ ভাগ পুড়ে যায়। শিউলি আক্তার কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামের মুক্তার হোসেন ড্রাইভারের স্ত্রী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Leave a comment