স্টাফ রিপোর্টার: গ্রামে নয়, শহরের সবুজপাড়ার বাসিন্দারাও রাত জেগে পাহারা শুরু করেছে। ৭টি দল গঠন করে পালাক্রমে সবুজপাড়াসহ পশ্চিম পলাশপাড়ায় পাহারা দেয়া হচ্ছে।
স্থানীয়রা বলেছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় একের পর এক চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সমবায় ব্যাংকের স্টাফ নাজির আহম্মেদের বাড়ি দুঃসাহসিক চুরি সংঘটিত হলে মহল্লাবাসী সংগটিত হয়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়। চুরি-ছিনতাই ও সন্ত্রাস প্রতিরোধ নামের কমিটি গঠন করে রাত জেগে পাহারা দেয়া হচ্ছে। গতরাতে পাহারা দলে ছিলেন ২০ জন। এরা বললেন, এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে। দ্বিতীয় উপদেষ্টা অ্যাড. আশরাফ আলী। আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম।