চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামে মুদিদোকানে পুলিশ পরিচয়ে ডাকাতি! নাকি সাজানো ঘটনা?

 

স্টাফ রিপোর্টার: বেগমপুরের নেহালপুর গ্রামে মুদিদোকানে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এটা কি ডাকাতি? নাকি মুদিদোকানি সুজনের সাজানো ঘটনা? তবে ঘটনার বর্ণনায় রহস্যজনক বলে সচেতন মহলের অভিমত।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর পূর্বপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে মুদিদোকানি সুজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় শনিবার রাত ১২টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলে। আমি দোকান খুলে দিই এবং তারা আমাকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতেরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫ হাজার টাকা, একটি টেলিভিশনসহ ২০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা চলে গেলে আমার চিৎকারে প্রতিবেশীরা আমাকে মুক্ত করে। এ ঘটনায় গতকালই সন্ধ্যায় সুজন দীননাথপুর গ্রামের আদমব্যাপারী সোনাসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করা হয়। সুজনের ডাকাতির ঘটনার বর্ণনায় উল্লেখ করেছেন, যাওয়ার সময় ডাকাতেরা তাকে একটি শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছেন। সুজনের এমন বর্ণনা শুনে অনেকেই এটাকে রহস্যজনক বলে মন্ত্যব করেছেন। সুজনকে পুলিশি জিজ্ঞাসাবাদেরও দাবি তুলেছে এলাকাবাসী। এ বিষয়ে হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মুহিত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।