গাংনীতে চাঁদার দাবিতে বোমা হামলা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের মুকুল হোসেনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। দাবিকৃত চাঁদা না পেয়ে গত শনিবার রাত দেড়টার দিকে এ বোমা হামলা চালানো হয়। গাংনী থানা পুলিশ বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। মুকুল হোসেন ওই গ্রামের নবিছদ্দীনের ছেলে।

রাইপুর ইউপি মেম্বার বকুল মিয়া জানান, বেশ কিছু দিন যাবত অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলো। এ দাবি পরিশোধে অপারগতা প্রকাশ করায় তাকে বোমা মেরে হত্যার হুমকি দেয় তারা। শনিবার মধ্যরাতে তাকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজার সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।

Leave a comment