আলমডাঙ্গার ছোটপুটিমারী গ্রামে বোমা মেরে বাড়ির গৃহকর্তা হত্যার পর থেকে গ্রামে থমথমে অবস্থা কাটেনি : গ্রেফতার হয়নি আসামি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ছোটপুটিমারী গ্রামে রাতের আঁধারে বোমা মেরে গৃহকর্তা হত্যার কোনো আসামি গ্রেফতার বা আটক হয়নি। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাস ঠেকাতে গ্রাম পাহারার ব্যবস্থা নিয়েছে গ্রামবাসী। গ্রামে মাদকব্যসসার কারণেই এ হত্যাকাণ্ড বলে মন্তব্য এলাকাবাসীর।

গতকাল সন্ধায় ছোটপুটিমারী গ্রামবাসী ছোটপুটিমারী গ্রামে একটি সালিস বৈঠক বসে। বৈঠকে সন্ত্রাসী ঠেকাতে গ্রাম পাহারার ব্যবস্থা করেন। এ সময় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে ছোটপুটিমারী গ্রামবাসী অভিযোগ করে জানায়, গ্রামের মৃত শহিদ খন্দকারের ছেলে শামিম দীর্ঘদিনে মাদকব্যবসায়ী। সেই মাদকব্যবসার কারণে এলাকার বিভিন্ন জায়গা থেকে মাদকসেবীরা আসে। শামিমকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে সে এলাকার কার কার কাছে অস্ত্র বিক্রি করে কে বোমা তৈরির কারিগর সবই জানা যাবে বলে গ্রামবাসী জানায়।