অত্যাচারীরা ক্ষণিকের জন্য আসে : কিন্তু বেশি দিন লাস্টিং করে না

জীবননগরে আ.লীগের মতবিনিময়কালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি প্রধান অতিথির বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন। প্রাচীন এ দলটি বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে লড়াই সংগ্রাম করে আজ বটবৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল অপশক্তির বিরুদ্ধে আজ রুখে দাঁড়িয়েছে। যুদ্ধাপরাধীদের আজ বিচার হচ্ছে। এ সংগঠনের নেতাকর্মীরা অতীতে দুর্ভোগ পার করে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। একটি কথা মনে রাখতে হবে সংগঠনের ভেতর সব ধরনের নেতাকর্মী থাকে। তবে অত্যাচারীরা বেশি দিন টিকে থাকে না। এরা ক্ষণিকের জন্য আসে আবার অসময়ে পালিয়ে যায়। তিনি বলেন, আমি আপনাদের বলি সকল অপশক্তিকে রুখতে হলে সংগঠনকে মজবুত করতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারতে একটি অপশক্তি চক্রান্ত চালাচ্ছে। তারা ভারতের মাটিতে মমতা ব্যানার্জির আশ্রয়ে জঙ্গিদের দিয়ে বাংলাদেশের নাশকতা চালানোর অপতৎপরতায় লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী মততা ব্যানার্জির উদ্দেশে বলেছেন, যে সন্ত্রাসী আজ আপনি সৃষ্টি করছেন তা একদিন আপনার জন্যই কাল হয়ে দাঁড়াবে।

গতকাল শনিবার বিকেলে জীবননগরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়কালে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, দর্শনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম সাত্তার।

এছাড়াও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সম্পাদক মুন্সি নাসির উদ্দিন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুবায়ের-বিন-আজাদ সুস্তি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারিক, বাঁকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সাজ্জাদ বিশ্বাস, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা লেলিন, তুষার আহাম্মেদ ও শরিফ উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা শফিকুল ইসলাম নান্নু।