মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফাড়নাবিশ

 

মাথাভাঙ্গা মনিটর: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দেবেন্দ্র ফাড়নাবিশ। গতকাল শুক্রবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বিজেপির হয়ে প্রথমবারের মতো মহাসমারোহে রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। গতকাল শুক্রবার রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফাড়নাবিসের সাথে শপথ নেন তার মন্ত্রিসভার নয়জন সদস্যও। শপথ বাক্য পাঠ করান রাজ্য সি বিদ্যাসাগর রাও। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন- বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদভানি, শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে, কংগেস দলীয় বিদায়ী মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চবন প্রমুখ। ফাড়নাবিশের নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা হলেন- বিজেপির কোর কমিটির সদস্য একনাথ খাড়সে, সুধীর মুনগানতিবার, বিনোদ তাওড়ে ও পানকাজা মুণ্ডে; মুম্বাই বিজেপির সাবেক প্রেসিডেন্ট প্রকাশ মেহতা; উপজাতি নেতা বিষ্ণু সাওড়া, চন্দ্রকান্ত পাতিল; দিলিপ কাম্বলে (প্রতিমন্ত্রী) ও বিদ্যা ঠাকুর (প্রতিমন্ত্রী)। সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ১২২টি আসনে জয়লাভ করে সরকার গঠন নিশ্চিত করে বিজেপি।

Leave a comment