নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় গতকাল শুক্রবার সকালে পণ্যবাহী ট্রাক চাপায় রিকশা আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক মেয়ে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- শিরিন বেগম (২৮), তার মেয়ে জয়িতা (৬)। আহত হয়েছে অপর মেয়ে অর্পিতা (১১)। আহতকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতদের বাড়ি শহরের খানপুর এলাকাতে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তখন পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মিশনপাড়ায় নবাব সলিমুল্লাহ সড়কে চাষাঢ়া থেকে খানপুরমুখি একটি ট্রাক ওই রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দীর্ঘক্ষণ ধরে ট্রাকটি জ্বলতে থাকলেও তা নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কোনো লোকজন আসেনি।

Leave a comment