আমার দেশ পুড়ে ছাই এনটিভি : আরটিভির ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার: আগুনে পুড়ে ছাই হলো বন্ধ থাকা দৈনিক আমার দেশ কার্যালয়। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এনটিভি ও আরটিভির কার্যালয়। রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গতকাল দুপুরে ভবনটির ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয় আমার দেশ কার্যালয়। গতকাল সকাল থেকে ওই প্রতিষ্ঠানের মালামাল অন্য একটি অফিসে সরিয়ে নেয়ার কাজ চলছিলো। গত বছরের এপ্রিলে সরকার পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে দেয়ার পর এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

একই তলায় থাকা অন্য দুটি প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি হয়। ওই ভবনে থাকা এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। চ্যানেল দুটির সম্প্রচার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় সীমিত পরিসরে সম্প্রচার শুরু করে চ্যানেল দুটি। ওই ভবনে বিদ্যুত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প জেনারেটর দিয়ে আরটিভি সম্প্রচার শুরু করে। তেজগাঁওয়ে অবস্থিত অন্য একটি টেলিভিশন চ্যানেলের  যন্ত্রপাতি ব্যবহার করে পুনরায় সম্প্রচারে আসে এনটিভি। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে আমার দেশ কার্যালয়টি স্থানান্তরের দিনে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ ছাড়া আমার দেশ কার্যালয়ের পাশে ব্যারিস্টার তানজিব-উল-আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে দু ল্যাডার ব্যবহার করে ফায়ার সার্ভিস। ঘটনার খবর শুনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ভবনের উপরের তলায় আগুন লাগায় ভবনের বিভিন্ন তলা থেকে লোকজন নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। এ কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ঘটনার পরপরই কাওরান বাজারের বিএসইসি ভবনের চারপাশে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করতে থাকে। একপর্যায়ে ফার্মগেট থেকে শাহবাগগামী সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। উৎসুক মানুষের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়েছে।