মেহেরপুর-আলমডাঙ্গা দর্শনা ও জীবননগরসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী বিক্ষোভ মিছিলসহ সমাবেশ
মাথাভাঙ্গা ডেস্ক: হরতাল ডেকে জামায়াত-শিবিরের জোরালো পিকেটিং লক্ষ্য করা না গেলেও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসমূহ হরতালের বিরুদ্ধে ছিলো সরব। চুয়াডাঙ্গা জেলা শহরে হরতালবিরোধী জোরালো মিছিল গতকাল লক্ষ্য করা না গেলেও আলমডাঙ্গা, দর্মনা ও জীবননগরে হরতালবিরোধী মিছিল হয়েছে। মেহেরপুরে ছাত্রলীগ, তরুণলীগ হরতালবিরোধী মিছিল করে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে।
মিছিল শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার তাগিদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে সমাবেত হওয়ার আহ্বান জানান। তারা জামায়াতের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার দাবি জানান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জামায়াত-শিবিরের ডাকা একটানা ৭২ ঘণ্টার হরতালের প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ করেন। সমাবেশে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা শাহিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিত। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ শর্মা, রেজাউল হক তবা, পিয়ার মোহাম্মদ কচি, আজিজুল, যুবলীগ নেতা আনারুল, বকুল, হুমায়ন কবীর, রহমত, কামরুল, তকবুল মেম্বর, জাহিদুল, রবিউল, রিয়াজ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক তমাল, ছাত্রলীগ নেতা রনি, রুবেল, সজিব, আমিরুল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর থানা ছাত্রলীগের উদ্যোগে হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেলবাজার মোড়ে একটি সমাবেশ করে। সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাফুয়ান আহম্মদ রুপক। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক ফেরদৌস শোভন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন, থানা ছাত্রলীগের সহসভাপতি রিঙ্কু মাহমুদ, যুগ্ম সম্পাদক প্লাবন, শাহীন প্রমুখ। সমাবেশে বক্তারা হরতালের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষনা দেন। অপরদিকে মেহেরপুর শহর তরুণলীগের উদ্যোগে শহরে হরতালবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন শহর তরুণলীগের সভাপতি নূর হোসেন। মিছিলটি শহরের প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। নূর হোসেনের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন চন্দন শেখ, যুগ্ম সম্পাদক হিমু ইসলাম, তরুণ লীগ নেতা সাদ্দাম হোসেন, নাসিম হায়দার, আনোয়ার হোসেন প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে দর্শনায় আনন্দ মিছিল করেছে আ.লীগ। গত বুধবার দুপুরে দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা রুস্তম আলী, শফিকুল আলম, আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, নাহিদ পারভেজ, লোমান, আলামীন, প্রভাত, প্রকাশ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জীবননগর হাসাদাহে হরতালবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে জামায়াতের ইসলামীর ডাকা হরতাল প্রতিহত করতে হাসাদাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ আওয়ামী লীগ নেতা শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর হরতাল প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- হাসাদাহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেম্বার জুম্মাত আলী, সাহাজুল হক, আব্বাছ উদ্দিন, মাছুম, আব্দুর রাজ্জাক, বরকত আলী, মোজাম্মেল হক, আমির হোসেন, জসিম উদ্দিন ও আব্দুল আজিজ।