স্কুলছাত্রী রিতার রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গার নতুন ভাণ্ডারদহে বিষপান নাকি অন্য কিছু?

 

সরোজগঞ্জে আনাড়ি চিকিৎসকের হাতে ওয়াশ করায় ফুঁসফুঁসে পানি!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের নতুন ভাণ্ডারদহের স্কুলছাত্রী রিতার রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষপান নাকি অন্য কিছু? এ প্রশ্নের জবাব খুঁজতে যখন রিতার পিতাসহ নিকটজনদের নাভিশ্বাস তখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক বললেন, আনাড়ি চিকিৎসকের হাতে ওয়াশ করার কারণে ফুঁসফুঁসে মাত্রারিক্ত পানি যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের নতুন ভাণ্ডারদহের মকবুল হোসেনের মেয়ে রিতা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। গতকাল সন্ধ্যার পর সে তার নিজ গ্রামের এক বান্ধবীর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। মুখ দিয়ে লালা ঝরতে থাকে। কেউ বলে জিনের আছর, কেউ বলে কিছু একটা খেয়েছে। এ নিয়ে দোলাচলের এক পর্যায়ে রিতাকে নেয়া হয় সরোজগঞ্জের মাহাবুবের নিকট। তিনি বিষ খেয়েছে বলে মন্তব্য করে নিজ বাড়িতে আনাড়ির হাতে ওয়াশ করতে থাকেন। রিতার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে মারা যায় রিতা। লাশ দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তব্যের অংশ হিসেবে বিষয়টি সদর থানায় ফোনে অবগত করান।

স্কুলছাত্রী মারা গেলো কেন? কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীবুল ইসলাম মন্তব্য করতে গিয়ে বলেন, আনাড়ির হাতে ওয়াশের কারণে ফুঁসফুঁসসহ শরীরের বিভিন্ন অংশে পানি যাওয়ার কারণে সুস্থ করে তোলা সম্ভব হলো না। বিষপান নাকি অন্য কিছু? চিকিৎসক অবশ্য এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেছেন, বিস্তারিত জানতে হলে ময়নাতদন্ত প্রয়োজন। পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি-না তা নিশ্চিত করে জানা যায়নি।

Leave a comment