ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সুইডেনের স্বীকৃতি

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এ স্বীকৃতি দেয়। একই সাথে থমকে যাওয়া ইসরাইলি-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া নতুন করে বেগবান হবে বলে দেশটি আশা প্রকাশ করেছে। সুইডেন সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পক্ষান্তরে ইসরাইলের তরফ থেকে এসেছে সমালোচনা। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গোট ওয়ালস্ট্রম সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্ত এসেছে একটা সংবেদনশীল সময়ে কেননা গত বছরে আমরা দেখেছি কিভাবে শান্তি আলোচনা থমকে আছে, কিভাবে অধ্যুষিত ফিলিস্তিনে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত দ্বি-রাষ্ট্র সমাধানকে জটিল করে তুলেছে আর কিভাবে গাজায় আবারও সহিংসতা ফিরে এসেছে। এ সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে আমরা থমকে যাওয়া শান্তি প্রক্রিয়ায় নতুন করে গতিসঞ্চার করতে চাই।