দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান নাতিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিটি ক্লাসরুমে প্রবেশ করে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করে লেখাপড়ার খোঁজখবর নেন। এছাড়া শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে আরও বেশি আন্তরিক হতে বলেন নির্বাহী অফিসার। শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের আঙিনা ঘুরে দেখেন। পরে তিনি বিদ্যালয়ের সম্মুখে একটি আমের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প অফিসার আশরাফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউপি মেম্বার আবুল হাশেম, ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।