গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা চুয়াডাঙ্গায়

ছয় দফা দাবিতে আজ ঝিনাইদহচুয়াডাঙ্গা ও মেহেরপুরে গণজাগরণ মঞ্চের জাগরণযাত্রা

 

শাহনেওয়াজ খান সুমন: মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকর করার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া জাগরণযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী, চুয়াডাঙ্গা চত্বরে সমাবেশ এবং শহীদ হাসান চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গাবাসীদের এ সমাবেশ ও পথসভায় উপস্থিত থাকার জন্য গণজাগরণ মঞ্চ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চের দু দিনের জাগরণযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ইমরান এইচ সরকারের নেতৃত্বে সকাল দশটায় রাজধানীর শাহবাগের প্রজন্মচত্বর থেকে যাত্রাটি শুরু করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলা সফর করবেন তারা। যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাঈদীর রিভিউ পিটিশন বাতিল, সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ সুনির্দিষ্ট ছয়দফা দাবিতে এ জাগরণযাত্রা কর্মসূচি পালিত হবে। দু দিনের সফরের প্রথমদিন শুক্রবার বিকেল তিনটায় ঝিনাইদহে, বিকেল চারটায় চুয়াডাঙ্গায় ও সন্ধ্যা ছয়টায় মেহেরপুরে সমাবেশ করবেন তারা। এরপর মেহেরপুরে রাতযাপন শেষে পরদিন শনিবার সকাল দশটায় কুষ্টিয়ায়, সকাল এগারোটায় পাবনার ঈশ্বরদীতে, নাটোরে দুপুর একটায় ও রাজশাহীর পুটিয়ায় দুপুর দুটোয় সমাবেশ করবেন তারা। সবশেষ বিকেল তিনটায় রাজশাহীতে একটি সমাবেশ করে দু দিনের কর্মসূচি শেষ করবেন। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অন্যতম নেতা মারুফ রসুল, লাকী আক্তার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে দুপুরে তারা যাত্রাবিরতি করবেন। সেখান থেকে হেঁটে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রেরণ-৭১ চত্বরে যাবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে সেখানে সমাবেশ শেষে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করবেন তারা। এ কর্মসূচি ঝিনাইদহ জেলা বাসদ, সিপিবি, উদীচী, ছাত্রফ্রন্ট, ছাত্রইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেবেন।

Leave a comment