আরো দুজন গ্রেফতার : সাংবাদিকদের প্রেসক্লাবে উপস্থিত হওয়ার আহ্বান

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নগ্ন বর্বরোচিত হামলা মামলা : থানা ও ডিবি পুলিশি অভিযান অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নগ্ন বর্বরোচিত হামলা মামলায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মামলার আরো দুজন আসামি শান্তি ও আরিফকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুজনকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হতে পারে। অপরদিকে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়ামান হক জোয়ার্দ্দার ছেলুন দেশে ফিরছেন আজ। তিনি দর্শনার জয়নগর-গেদে সীমান্ত হয়ে দেশে ফিরে প্রেসক্লাব পরিদর্শন করেই বাড়ি ফিরতে পারেন। দলীয় একাধিক সূত্র এরকমই তথ্য দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গত ২৩ অক্টোবর দুপুরে সশস্ত্র মিছিলকারীরা নগ্ন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে প্রেসক্লাবের চেয়ার, পার্টিশন গ্লাস ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর তছনছ করে। চারজন সংবাদিকের প্রাণনাশের অপচেষ্টা চালায় হামলাকারীরা। এ ঘটনার পর থেকেই প্রকৃত হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিকরা আন্দোলনরত। আজ শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সকল সাংবাদিককে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যকরী কমিটির বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজকের সভায় সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন।

এদিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা মামলায় গতকাল দর্শনা হল্টস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার আসলাম উদ্দীনের ছেলে আলিফকে। দর্শনা তদন্তকেন্দ্রের আইসির সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই আমির আব্বাস ও এসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন বলে জানিয়েছে সদর থানা পুলিশ। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত শাজাহানের ছেলে সালাউদ্দিন খান শান্তিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবির এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন বলে জানা গেছে।

Leave a comment