জীবননগর ব্যুরো: আইনশৃঙ্খলা রক্ষায় রাত ৮টার পর জীবননগরে বের হবেন ভ্রাম্যমাণ আদালত। কেরামবোর্ড ও তাস খেলাসহ মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে পরিচালিত হবে এ আদালত। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষার এ প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ নিজামউদ্দিন, ওসি হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, গয়েশপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন ও জীবননগর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শওকত আলী প্রমুখ।