হরিণাকুণ্ডু ধুলিয়ার মুরগিব্যবসায়ী ছিনতাইয়ের কবলে : কুপিয়ে জখম

 

জামজামি প্রতিনিধি: হরিণাকুণ্ডু ধুলিয়া কুমার নদের শ্মশানঘাটের অদূরে গত মঙ্গলবার সন্ধ্যারাতে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। ছিনতাইকারীরা ধুলিয়া গ্রামের মুরগিব্যবসায়ী ফরজ আলী সর্দ্দারের মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ফরজ চিৎকার করলে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছুটে এলে তাকে কুপিয়ে জখম করে সটকে পড়ে ছিনতাইকারীরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। ফরজ আলী সরদার ধুলিয়া গ্রামের আব্দার সর্দ্দারের ছেলে।

Leave a comment