যুক্তরাষ্ট্রে রসদবাহী রকেট বিস্ফোরিত

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বাণিজ্যিক উড্ডয়ন মঞ্চ থেকে যাত্রা করার পরমুহূর্তেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রসদবাহী একটি মানুষবিহীন রকেট বিস্ফোরিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এ অ্যান্টারেস রকেটটি সাগরপাড়ের ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটি থেকে যাত্রা শুরু করার চেষ্টা করেছিলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য নাসার রসদ সরবরাহের কাজটি বেসরকারি খাতে ছেড়ে দেয়ার পর থেকে এবারই প্রথম দুর্ঘটনা ঘটলো। ১৪ তলা এ রকেটটি অর্বিটাল সায়েন্সেস করপোরেশন তৈরি করেছিলো। উড্ডয়নের কাজটিও তারাই করছিলো। রকেটটির রসদবাহী কার্গো শিপ সিগনাসকে মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা ছিলো। এ শিপটিতে ২ হাজার ২৯৩ কেজি রসদ ও বৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রপাতি ছিলো। উড্ডয়নের মুহূর্তকালের মধ্যেই এটি বিস্ফোরিত হয়ে অগ্নিকুণ্ডে পরিণত হয়। এরপর সেটি উড্ডয়ন মঞ্চের আশপাশের ভূমিতে বিশাল অগ্নিগোলকের রূপ নিয়ে প্রবল ধোঁয়ায় চারদিক ঢেকে ফেলে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাসার মুখপাত্র ড্যান হুওট জানিয়েছেন, কক্ষপথে থাকা মহাকাশ স্টেশনের ছয়জন ক্রুকে এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

Leave a comment