স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধের দায়ে জোট শরিক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে বরাবরের মতোই নিশ্চুপ রয়েছে বিএনপি।২০ দলীয় জোটের দ্বিতীয় বড় দল জামায়াত নেতাদের ওই মামলায় একের পর এক রায়ের ব্যাপারে বিএনপি এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি।
গতকাল বুধবার দুপুরে রায়ের পর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের পর মির্জা ফখরুল ইসলামের কাছে সাংবাদিকরা রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত যে রায় দিয়েছেন তার প্রতি সম্মান দেখানো উচিত। তিনি বলেন, আদালতের রায়ের ব্যাপারে এর বেশি কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, দলের বক্তব্য নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সরকার ভিন্নমত দমনে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। এটা তারই অংশ।
বিএনপির অফিসিয়াল প্রতিক্রিয়া জানতে চাইলে দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপি অতীতেও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি; এবারও জানাবে না। যেসব নেতা প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এদিকে নিজামীর রায়ের একদিন আগে নাটোরে ২০ দলের জনসভা পিছিয়ে দেয়া হয়েছে। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন। বৃহস্পতিবারের নির্ধারিত ওই সমাবেশ পিছিয়ে শনিবার করার ঘোষণা দিয়েছে বিএনপি।