দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের জামিন লাভ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান ও দামুড়হুদা ইউপির চেয়ারম্যান ইউনিয়ন জামায়াতের আমির শরিফুল আলম মিল্টন আগাম জামিন পেয়েছেন। হাইকোর্ট থেকে গতকাল মঙ্গলবার ৪ সপ্তার জন্য আগাম জামিন পান। দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে পরে অস্ত্র-গুলি, বোমা ও জেহাদি বই উদ্ধার দেখিয়ে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রদ্রোহী অভিযোগ এনে মামলাটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে। অনুমোদন হয়ে এলে গত ১৭ সেপ্টেম্বর দামুড়হুদা থানার এসআই আবু জাহের ভুঁইয়া বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনের বাসায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মাও. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আ. কাদের, থানা আমির নায়েব আলী, চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনসহ জামায়াতের ২১ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে। মামলায় ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও থানা আমির নায়েব আলীকে পুলিশ আটক করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন।