তারেক-মিশুকের মৃত্যুর ক্ষতিপূরণ মামলা হাইকোর্টে

ঢাকা-পাটুরিয়া সড়কে চুয়াডাঙ্গা ডিলাক্সের সাথে মাইক্রোবাসের ধাক্কা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি কোচের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা দুটি মামলা উচ্চ আদালতে বদলির আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে গতকাল এ রায় দেয়। এ রায়ের ফলে ক্ষতিপূরণের দাবিতে দায়ের করা দুটি মামলা এখন হাইকোর্টে নিষ্পত্তি হবে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মোতাহার হোসেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক ও মিশুককে বহনকারী মাইক্রোবাসটির সাথে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারেক-মিশুকসহ পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি নিহতের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিনেন্সে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। ওই মামলা দুটি হাইকোর্টে বদলির জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি আবেদন করেন বাদীরা। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহূদ মুনীর গত বছরের ১ অক্টোবর হাইকোর্টে আলাদা আবেদন করেন। গত ৩ অক্টোবর হাইকোর্ট এ নিয়ে রুল জারি করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও শিশির মুনীর। হাইকোর্টে গতকালের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শিশির মুনীর।