ঝিনাইদহ অফিস: শিক্ষার মানোন্নয়নে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম অবিরাম কাজ করে চলেছেন। পত্রিকায় সংবাদ প্রকাশের পর দু শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য প্রদান করেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দু শিক্ষার্থীর হাতে নগদ আট হাজার করে টাকা তুলে দেন তিনি। সম্প্রতি একটি দৈনিকে ‘স্বপ্ন ভঙ্গ হতে চলেছে দু শিক্ষার্থীর, অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না তারা।’ এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক খোঁজখবর নেন এবং কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ক্ষেতমজুর জাহাঙ্গীর আলমের ছেলে সুমন রহমান ও অনুপমপুর গ্রামের রাজমিস্ত্রি শাহাজান আলীর ছেলে আব্দুর রাজ্জাক নামের দু শিক্ষার্থীকে অফিসে ডেকে পাঠান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক বলেন, সবসময় লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। সর্বপ্রথম মা-বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের কোনো পর্যায়ে মিথ্যার আশ্রয় নেয়া যাবে না।
সুমন রহমান ও আব্দুর রাজ্জাক এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও অর্থনীতিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলো না তারা। জেলা প্রশাসকের এ সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তারা। এ সময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরীন জাহান, এনডিসি বশির আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোহেল সুলতান, জুলকার নাইন কবির, মেজবাউল করিম, মেজাবে রহমত, নুরনাহার বেগম ও রিনাত ফৌজিয়া উপস্থিত ছিলেন।