মাথাভাঙ্গা মনিটর: কিং কোবরা হিসেবে পরিচিত জাম্বিয়ার প্রেসিডেন্ট মিশেল সাতা লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। গতকাল বুধবার জাম্বিয়ার এক সরকারি সূত্র এ খবর নিশ্চিত করেছে। তবে তিনি কী রোগে ভুগছিলেন তা জানানো হয়নি। বিষয়টি গোপন রাখা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে বেসরকারি একটি টেলিভিশন জানায়, আমরা প্রেসিডেন্টকে হারিয়েছি। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি দেবেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে ১৯ অক্টোবর চিকিৎসার জন্য জাম্বিয়া ছেড়েছিলেন সাতা। ওই সময় এক সংক্ষিপ্ত বিবৃতিতে এমনটিই জানিয়েছিলো জাম্বিয়া সরকার। ওই বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোনো ব্যাখ্যা ছাড়াই দীর্ঘদিন জনসম্মুখে না আসায় জুন থেকে সাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে জানা যায় তিনি ইসরায়েলে চিকিৎসা নিচ্ছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেলেও হোটেলে অসুস্থ হয়ে পড়ায় পূর্ব নির্ধারিত অধিবেশন ভাষণ দিতে পারেননি। এর কিছুদিন আগে নিজ দেশের রাজধানীতে পার্লামেন্টের এক সেশনে উপস্থিত হয়ে তিনি কৌতুক করে বলেছিলেন, আমি মারা যাইনি।