স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা গতকাল বুধবার বিকাল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার। উপস্থিত ছিলেন- পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান খান, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মহিউদ্দীন, সহসভাপতি হাবিবুর রহমান হবি, জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল লতিফ, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন) আমিন উল্লাহ, বিআরডিবির উপপরিচালক মাহবুব হোসেন সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমা জাহান ও চুয়াডাঙ্গা চেম্বারের সহসভাপতি শাহরিন হক মালিক।
সভায় সার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত জুলাই মাসে তারা বরাদ্দের মাত্র ৪০ শতাংশ সার সরবরাহ পেয়েছেন। সার নিয়ে বাফার গুদামে হয়রানি হতে হচ্ছে। সার সংগ্রহ করতে গিয়ে ঈশ্বরদী ও উল্লাপড়ায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তাছাড়া সারের গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিএসপি কালো সার নিতে গেলে বস্তাপ্রতি ৩০ টাকা হারে ঘুষ দাবি করছেন। এ অবস্থা চলতে দেয়া যায় না। জবাবে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, সার-বীজ নিয়ে কোনো রকম দু নম্বরি সহ্য করা হবে না। বাজারে যাতে কেউ নকল বীজ বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।