গাংনীতে শ্মশানঘাটে লাশ সৎকারে বাধা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির মরদেহ সৎকারে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে গাড়াডোব গ্রামের পাশে কাজলা নদীর ধারে এ ঘটনা ঘটে। গাড়াডোব গ্রামের তোরা দাস পরলোকগত হলে লাশ সৎকারের জন্য শ্মশানঘাটে নেয়া হয়। এ সময় আলমপুর গ্রামের মৃত মজনু মণ্ডলের ছেলে আলী হোসেন বাধা দেন। পরে গাড়াডোব গ্রামের লোকজনের হস্তক্ষেপে সৎকার সম্পন্ন হয়।

তোরা দাসের আত্বীয় স্বজন জানান. দীর্ঘদিন ধরে গাড়াডোবের কাজলা নদীর ধারে গাড়াডোব মৌজার ৩৮৯৪ দাগের প্রায় ৯১ শতক জমি শ্মশানঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই জমির মালিক বলে দাবি করছে আলমপুর গ্রামের প্রভাবশালী আলী হোসেন। যার ফলে হিন্দু সম্প্রদায় লাশ নিয়ে বিপাকে পড়ছেন। এদিকে একই জমি সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ড হওয়ায় তাদের সাথেও চলছে মামলা। বিভিন্ন তদন্ত রির্পোটে জমির মালিকানা পেয়েছে শ্মশানঘাট।

এ ব্যাপারে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে লাশ সৎকারে যাতে বাধা না আসে সে লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ওই ব্যাপারে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment