আলমডাঙ্গার রুইথনপুরের দুই ভাতিজার লাঠিসোঁটার আঘাতে দু চাচা গুরুতর জখম

 

স্টাফ রিপোর্টার: দুই ভাতিজার লাঠিসোঁটার আঘাতে আলমডাঙ্গার রুইথনপুরের দু চাচা গুরুতর জখম হয়েছেন। এজমালি জমিজমা নিয়ে গ-গোলের এক পর্যায়ে তাদেরকে মেরে জখম করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দু চাচাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের রহমান এবং তার দু ভাই হালিম ও আলিমের মধ্যে এজমালি সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। গতকাল গ-গোলের এক পর্যায়ে রহমানের দু ছেলে ওসমান ও আকমান লাঠিসোঁটা নিয়ে দু চাচা হালিম ও আলিমের ওপর হামলে পড়ে। এতে হালিম ও আলিম রক্তাক্ত জখম হয়েছেন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment