মিটার টেম্পারিং করার অভিযোগ আলমডাঙ্গার ৩টি বরফকলকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

 

আলমডাঙ্গা ব্যুরো: মিটার টেম্পারিং করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গার ৩টি বরফকলকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গতকাল আলমডাঙ্গা শহরের ৩টি বরফকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। এ সময় বরফকলের বৈদ্যুতিক লাইনের মিটার টেম্পারিং করার অভিযোগে মাছের হাটের রাজ্জাক মিয়ার বরফকলে ৫ হাজার, মাছব্যবসায়ী আব্দুল মজিদের বরফকলকে ৫ হাজার ও হাজিমোড়ের বকুল মিয়ার বরফকলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে এ ৩টি বরফকল মিটার টেম্পারিং করে মোটা অঙ্কের বিদ্যুত বিল ফাঁকি দিয়ে আসছিলো বলে জানা গেছে।