আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদকবিরোধী অভিযান চালিয়ে কালিদাসপুর শাদা ব্রিজের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদকব্যবসায়ী লাল্টুকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার এসআই আনিস সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কালিদাসপুর শাদাব্রিজ মোড় থেকে চিহ্নিত মাদকব্যবসায়ী লাল্টুকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ বুধবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।