বিদ্যুত পাবে দক্ষিণ-পশ্চিমের ৩ লাখ পরিবার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন লাখ নতুন গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় আনতে ৮৩২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বিদ্যুত বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ নামের এ প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার ৪১ উপজেলায় এক হাজার ৮৫৮ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ প্রকল্পসহ এক হাজার ৫৩৫ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে সব গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্য সামনে রেখে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

ওয়েস্ট জোন পাউয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ২০১৮ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে। যে সব জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে সেগুলোর মধ্যে রয়েছে- রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। প্রকল্পের মোট ব্যয়ের ৭৮৮ কোটি টাকা দেবে সরকার। বাকি ৪৪ কোটি টাকা ওজোপাডিকোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

অনুমোদিত প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, এক হাজার ৮১ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন নির্মাণ ছাড়াও এ প্রকল্পের আওতায় ৭৭৭ কিলোমিটার বিদ্যুত লাইন মেরামত, তিনটি নতুন বিদ্যুত উপকেন্দ্র নির্মাণ, ১১টি বিদ্যুত উপকেন্দ্র পুনর্বাসন ইত্যাদি কাজ করা হবে।