পেটে ব্যথা নিরাময়ে দামুড়হুদায় অপারেশন : তীব্র যন্ত্রণায় কাতর মহিলাকে অবশেষে নেয়া হয়েছে সদর হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কোষাঘাটার মেহেননুর নেছা (৩৭) মৃত্যুশয্যায়। পেটের যন্ত্রণার চিকিৎসা নিতে দামুড়হুদার প্রাইভেট হাসপাতাল নামের ক্লিনিকে অপারেশনের পর তার শারীরিক পরিস্থিত জটিল হয়ে উঠেছে। যন্ত্রণায় কাতর মেহেননুর নেছাকে অবশেষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মেহেননুর নেছার স্বামী দরুদ আলীসহ তার নিকটজনেরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে গতকাল বলেছেন, ১৩ দিন আগে মেহেননুর নেছার পেটের যন্ত্রণার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক আল্ট্রাসনো করতে বলেন। আল্ট্রাসনো করিয়ে চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসক বলেন, অপারেশন করতে হতে পারে। এ কথা শুনে মেহেননুর নেছাকে বাড়ি ফিরিয়ে নেয়া হয়। গ্রামের আলিয়া নামের এক মহিলা তাকে অল্প টাকায় অপারেশন করিয়ে দেবে বলে দামুড়হুদার প্রাইভেট হাসপাতালে নেয়। ক্লিনিকের মালিক জাহাঙ্গীরের সাথে চুক্তি হয়, ১৪শ টাকার বিনিময়ে অপারেশন করে দেয়া হবে। ওষুধ কিনতে হবে বাইরে থেকে। এ শর্তে ভর্তির পর ডা. আবু হাসানুজ্জামান নুপূর অপারেশন করেন। প্রাইভেট হাসপাতাল নামক ক্লিনিকে অপারেশনের পর যন্ত্রণা বাড়তেই থাকে। তিন দিনের মাথায় বাড়ি নিতে বাধ্য করেন জাহাঙ্গীর। একদিনের মাথায় আবারও ওই ক্লিনিকে নেয়া হয়। ড্রেসিং করে বাড়ি ফিরিয়ে দেন। পর পর তিন দফা এভাবে নেয়ার এক পার্যায়ে জাহাঙ্গীর বলেন, বাইরের ওষুধের কারণেই এমন হয়েছে। হাসপাতালে নিতে হবে।

গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে মেহেননুর নেছাকে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে মোবাইলফোনে ডা. আবু হাসানুজ্জামান নূপুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন রোগীর এমন হয়েছে বুজতে পারছি না। কারণ প্রতিদিনিই তো অনেক রোগীরই চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি করা এক রোগীর বিষয়ে সার্জারি কনসালটেন্ট ডা. নয়নের সাথে কথা হয়েছে। তেমন সমস্যা হবে না। এদিকে রোগীর বিষয়ে সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, রোগীর অবস্থা গুরুতর। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a comment