পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত ৩

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত সোমবার পানরুই থানার মাক্রা গ্রামের এ সংঘর্ষের ঘটনার আরো বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দু দিন আগে মাক্রায় বোমা উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের ছোঁড়া বোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। সেই একই গ্রামে এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিনজন নিহত হলেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে অজ্ঞাত বন্দুকধারীদের ধানক্ষেতের মধ্যদিয়ে দৌড়াতে ও বেপরোয়া গুলিবর্ষণ করতে দেখা গেছে। গুলিতে আহত অনেককে পড়ে থাকতেও দেখা গেছে। পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আনন্দা রায় জানিয়েছেন, সংঘর্ষে তিনজন নিহত ও বহু লোক আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন তৃণমূলকর্মী বলে জানিয়েছে আকাশ বার্তা। অপরজনকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি। ঘটনার জন্য তৃণমূল ও বিজেপি পরস্পরকে দায়ী করেছে।