চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে কঠোর নিরাপত্তা : রায় দেখে কর্মসূচি

রায় ঘোষণাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মোতায়েনের পরও ব্যাটালিয়নে প্রস্তুত দু প্লাটুন বিজিবি

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানী ঢাকা ও মাগুরা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের। চুয়াডাঙ্গায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দু প্লাটুন বিজিবি-৬ ব্যাটালিয়নের সদর দফতরে প্রস্তত রাখা হয়েছে। বিজিবি এর সত্যতা নিশ্চিত করেছে। অপরদিকে রায় বিপক্ষে গেলে আগামীকাল বৃহস্পতিবারও রোববার সারাদেশে হরতাল দিতে পারে জামায়াতে ইসলামী। বিভিন্ন সংবাদমাধ্যম এরকমই তথ্য দিয়েছে।

রায় ঘোষণা নিয়ে মঙ্গলবার পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, রায় দেখে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রায় বিপক্ষে গেলে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন তারা। আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল-১-এ আজ নিজামীর রায় ঘোষণার কথা রয়েছে।

এ নিয়ে নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালের বিচারপতিদের বাসা ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ৱ্যাব সদস্যরা সন্ধ্যা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। রাতে বিজিবি নামানো হয়।

সচিবালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ অরাজক পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করবে, তা আমরা হতে দেবো না। যেকোনো মূল্যে পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর। আইজিপি হাসান মাহমুদ খন্দকার জানান, পুলিশের প্রতিটি ইউনিটকে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। কড়া পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, পূর্বঅভিজ্ঞতার বিষয়টি মাথায় রেখেই এবার নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে এসপিদের নিজ নিজ জেলার নিরাপত্তাব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আমমেদ জানান, প্রাথমিকভাবে ঢাকায় মঙ্গলবার রাতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বাড়তি ফোর্স রাজধানী ঢাকাসহ সব কটি এলাকায় প্রস্তুত রয়েছে। রাজশাহী, বগুড়া ও পাবনায় ৫ প্লাটুন করে বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকদের চাহিদা অনুসারে অন্য জেলাতেও বিজিবি টহল দিতে শুরু করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে পোশাকে ও শাদা পোশাকে ডিবি পুলিশের সব টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ট্রাইব্যুনাল ও এর পার্শ্ববর্তী এলাকা মৎস্য ভবন, প্রেসক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমীসহ আশপাশের রাস্তায় যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হবে। রমনা জোনের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাইব্যুনাল এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। ৱ্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ৱ্যাব সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও ৱ্যাবের বিশেষ নজরদারি থাকবে।
রায় দেখে কর্মসূচি: রায়ের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কয়েকজন নেতা জরুরি বৈঠকে বসেন। তারা পরস্পর আলাপ-আলোচনা করে রায় দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। রায়ে সর্বোচ্চ শাস্তি হলে বৃহস্পতিবার ও রোববার হরতালসহ বড় ধরনের কর্মসূচি ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়াও তাৎক্ষণিক বিক্ষোভ এবং পরে আরও কর্মসূচি ঘোষণার সিদ্ধান্তও রয়েছে দলটির। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আজ রায় দেখার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন তারা। এতে হরতাল, বিক্ষোভ এমনকি দোয়া দিবসের মতো কর্মসূচিও থাকতে পারে। রায় বিপক্ষে গেলে আগামীকাল বৃহস্পতিবার ও রোববার সারাদেশে হরতাল ডাকতে পারে জামায়াতে ইসলামী।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের শুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরে কোনো প্রকার নাশকতা এড়াতে সকাল থেকে ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও ৱ্যাবের টহল জোরদার করা হয়েছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সদর ও মহেশপুর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন, ঝিনাইদহ সদরসহ সকল উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ঝিনাইদহকে। ৱ্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর খুদরত-ই-খুদা জানান, রাত ৮টা থেকে ৱ্যাবের টহল জোরদার করা হয়েছে। রায়কে কেন্দ্র করে ৱ্যাবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সাথে সকল উপজেলায় ৱ্যাবের কড়া নজরদারি থাকবে। ফলে জেলার কোথাও কোনো প্রকার নাশকতা করার সুযোগ থাকবে না।

বিজিবি জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বিচারাধীন মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মাগুরা জেলায় গতরাত সাড়ে ৯টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সকাল ৬টায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হতে আরও ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে এবং ঝিনাইদহ জেলা সদরের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত ২ প্লাটুন প্রস্তুত থাকবে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাটালিয়ন সদর চুয়াডাঙ্গায় ২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত থাকবে।

Leave a comment