খবর : (দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন)
লাভের আশায় যা করো তা
মানুষ মারার জন্য?
সভ্য সমাজ থেকে এ সব
কর্ম কী যে বন্য!
দিচ্ছো লোকের চোখে ধুলো
তোমার নাকি কানে তুলো
মরছে ধুঁকে মানুষগুলো
মোটা কেবল করছো মুলো।
এমন করলে খবর আছে
পাবে না গো রক্ষে,
আমজনতা ক্ষেঁপে গেলে
থাকবে না কেউ পক্ষে।
-আহাদ আলী মোল্লা