চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করবেন তাদের নাম আলোচনা হয়। তবে সভাপতি পদে একজন প্রার্থী হলেও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেবেন বলে দাবি করায় এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাড. শামসুজ্জোহা (পিপি), মোল্লা আব্দুর রশিদ, আবুল বাশার, শফিকুল ইসলাম, বেলাল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আলোচনার মাধ্যমে সভাপতি পদে নুরুল ইসলাম একমাত্র প্রার্থী হওয়ায় তার প্রার্থিতার বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। তবে সাধারণ সম্পাদক হিসেবে বেলাল হোসেন ও আফতাব উদ্দিন দুজন প্রার্থী দাবিদার হওয়ায় সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দু একদিনের মধ্যে কে প্রার্থী হচ্ছেন তা জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএম শরীফ উদ্দীন হাসু ও শফিকুল ইসলামের নাম প্রায় চূড়ান্ত। সহসভাপতি পদে খন্দকার নাসির উদ্দিনের নাম প্রস্তাব রয়েছে। অন্যান্য পদের নাম দু একদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হবে।

Leave a comment