তাইজুলের ইতিহাস

স্টাফ রিপোর্টার: আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই চমক দেখিয়েছিলেন তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে পেলেন ৫ উইকেট। টেস্ট অভিষেকে ৫ উইকেট পাওয়া বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুলের অবস্থান ছয়ে। কে জানত তখন, আর এক টেস্ট পরেই ইতিহাস গড়বেন এ তরুণ! জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ভেলকি দেখাতে দৃশ্যপটে হাজির তাইজুল। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে নাকাল সফরকারী দল। একাই তুলে নিলেন ৮ উইকেট। সাথে রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন নাটোরের এ ক্রিকেটার। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার এখন তিনিই। এতোদিন এ রেকর্ডটি ছিলো সাকিব আল হাসানের দখলে। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব এক ইনিংসে পেয়েছিলেন ৭ উইকেট।
গত মরসুমে জাতীয় লিগ ও বিসিএলে তাইজুল ৬-৭-৮ উইকেট পাওয়া অনেকটা ‘ডাল-ভাত’ করে ফেলেছিলেন! আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া ক্রিকেট- যেখানেই হোক, একজন বোলারের পক্ষে টানা ৫ কিংবা তারও বেশি উইকেট পাওয়া দুরূহ। অথচ এ কঠিন কাজটা কতো সহজে করে যাচ্ছেন নাটোরের এ তরুণ স্পিনার। মে মাসে বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে পেলেন ৮ উইকেট, দুই ইনিংস মিলে ১০ উইকেট।