ডিঙ্গেদহে মাতলামির সময় অতিরিক্ত পুলিশ সুপারের সামনে দু মাতাল : গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে মাতলামির সময় পুলিশের হাতে ধরা পড়েছে খেজুরার একরামুল (৩০) ও হাফিজুল (৪০)। পুলিশ বলেছে, আজিমুদ্দিনের ছেলে একরামুল ও সিরাজুল ইসলামের ছেলে হাফিজুল ডিঙ্গেদহে মাতলামি করছিলো। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারে সামনে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার সঙ্গীয় ফোর্সকে দু মাতালকে গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতার করে দুজনকে সদর থানায় নেয়া হয়। আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment