খবর : (বাহারি প্যাকেটের ভুট্টাবীজে বাজার সয়লাব, কৃষকরা বিপাকে)
রঙবেরঙের প্যাকেট দেখে
কেউ কিনো না বীজ,
নকল-ভেজাল কারবারীরা
সেয়ানা সব চিজ।
মন ভুলোনো মোড়ক দিয়ে
ঠকায় ওরা চাষি,
যতোই কেনেন টাটকা জিনিস
প্যাকেট খুলেই বাসি।
লম্বা হাতের মানুষ ওরা
যা বেচে সব নকল,
সারা বছর ধুঁকে ধুঁকে
পোয়ায় ওরা ধকল।
-আহাদ আলী মোল্লা