অর্ধশতাধিক চেক চুরি

স্টাফ রিপোর্টার: ঋণ কেলেঙ্কারি, সুড়ঙ্গ কেটে টাকা চুরির পর এবার অর্ধশতাধিক চেক খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে সোনালী ব্যাংকের ঢাকার একটি শাখায়। রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ এ বাণিজ্যিক ব্যাংকের লালমাটিয়া শাখা এ ঘটনা জানিয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। গত রোববার দুপুরে ব্যাংকের ক্লিয়ারিং সেকশনের ড্রয়ার থেকে এসব চেক চুরি যায় বলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক পুলিশকে জানিয়েছেন।
মোহাম্মাদপুর থানার ওসি আজিজুল হক সোমবার বলেন, সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখা অর্ধশতাধিক চেক হারানো গেছে বলে একটি অভিযোগ করেছে, আমরা বিষয়টি তদন্ত করছি। ব্যাংক সূত্র জানিয়েছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব চেক অন্য ব্যাংক বা সোনালী ব্যাংকেরই অন্য শাখা থেকে অর্থ সংগ্রহের জন্য জমা দিয়েছিলেন। সব মিলিয়ে কোটি টাকার অঙ্ক হবে এ সব চেকের।
শাখা ব্যবস্থাপক রেজাউল করিম খান অবশ্য দাবি করেছেন, চেকগুলোতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ লাখ টাকা সম্পৃক্ত থাকতে পারে। তবে শাখার কাছে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট হিসেব নেই বলে স্বীকার করেন তিনি।