স্টাফ রিপোর্টার: প্রায় প্রতিদিনই বাদাম ফেরি শেষে বাড়ি ফেরার আগে গাড়াবাড়িয়ায় গিয়ে তাড়ি খেয়ে মাতলামি করে। গতকাল বিকেলেও গাড়াবাড়িয়ার এক তাড়ি বিক্রেতার নিকট থেকে তাড়ি খেয়ে বাড়ি কলোনি ফিরছিলো ফেরিওয়ালা কাশেম (৫০)। গতকাল তার আর বাড়ি ফেরা হয়নি। শেষ পর্যন্ত অটোর ধাক্কায় ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, চুয়াডাঙ্গা কলোনির মৃত মাদার শেখের ছেলে কাশেম দীর্ঘদিন ধরে বাদামসহ বিভিন্ন মালামাল ফেরি করে। বিকেলে বাড়ি ফেরার আগে গাড়াবাড়িয়ায় তাড়ি খায়। গতকাল রোববার সন্ধ্যায় তাড়ি খেয়ে ঢুলতে ঢুলতে বাড়ি ফেরার পথে জাফরপুর মোড়ে অটোর ধাক্কায় গুরুতর আহত হয়। মুখে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আঘাত গুরুতর। প্রয়োজনে রেফার করা হতে পারে।