জীবননগরে ৩ কেজি রুপার গয়না ও প্রাইভেটসহ আটক দু চোরাচালানীকে আদালতে সোপর্দ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার থেকে ৩ কেজি রুপার গয়না ও প্রাইভেটকারসহ দু চোরাকারবারীকে গতকাল রোববার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাসাদাহ বাজারে একটি শাদা রঙের প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।

থানাসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০) ও একই উপজেলার নাস্তিপুর গ্রামের কায়দার বিশ্বাসের ছেলে ইয়াজুতুল্লাহ (৩২) একটি শাদা রঙের প্রাইভেটকারযোগে (ঢাকা-মেট্রো-খ-১২-২৭৬৯) আন্দুলবাড়িয়া সড়ক হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে হাসাদাহ বাজারে পুলিশ আটক করে। এসআই লুৎফুল কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে প্রাইভেটকারসহ সোহেল রানা ও ইয়াজুতুল্লাহকে আটক করে। থানায় নেয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রাইভেটকারের স্টেয়ারিঙের কভারের ভেতর থেকে রুপার চেন লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৩ কেজি ওজনের রুপার চেন উদ্ধার করে। আটক দুজনকে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়।