চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দু নেতা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. আবু হোসেন ও সহকারী কমান্ডার মো. আতিয়ার রহমান এক যুক্ত বিবৃতিতে গত ২৪ অক্টোবর স্থানীয় একটি পত্রিকায় ‘চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসারের কাণ্ড, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর প্রশংসা করলেন মনজুর কাদের’ শীর্ষক সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেছেন, জেলা সমবায় কর্মকর্তা একজন সরকারি চাকরিজীবী হয়ে কীভাবে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে একজন ভালো লোক বলে প্রশংসা করেছেন। সরকারি দায়িত্বে থেকে সাজাপ্রাপ্ত আসামিকে প্রশংসা করায় মনজুর কাদের আদালতকে অবমাননা করেছেন। সে কারণে মনজুর কাদেরের বিরুদ্ধে বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দামুড়হুদা উপজেলা চত্বরে সমবায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় অফিসার মনজুর কাদের এসব কথা বলেন।