ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালী বাজারের মৃত আব্দুর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফেরদৌস আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। গতপরশু রাত ২টার দিকে ঢাকা গ্রিন মেডিকেল কনসালটেশন সেন্টারে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। গতকাল বাদ জোহর গোকুলখালী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। দাফনের সময় মরহুম ফেরদৌস আহম্মেদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে জানাজায় শরিক হন।
উল্লেখ্য, ৭/৮ দিন আগে নিজ বাড়ি গোকুলখালীতে এশার নামাজের জন্য প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় রেফার করা হয়। পরে ঢাকা পপুলার হাসপাতালে নেয়া হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র গ্রিন মেডিকেল কনসালটেশন সেন্টারে গতপরশু রাত ২টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।