ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে যুব সমাজের আয়োজনে ১৬ দলের নকআউট পর্বের ফুটবল টুর্নামেন্টের খেলায় খাদিমপুর মোহামেডান একাদশের জয়লাভ।
গতকাল বিকেল ৪টার দিকে খেলায় চুয়াডাঙ্গার ঝুড়াঘাটা একাদশ ও আলমডাঙ্গার খাদিমপুর মোহামেডান একাদশ মধ্যে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ক্রীড়া অনুরাগী তরুণ সমাজসেবক আব্দুস ছালাম বিপ্লব, অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম পুটু, মিলন হোসেন।