হরতালে নাশকতার চেষ্টার অভিযোগ : আলালসহ যুবদলের ৬৩ নেতাকর্মী গ্রেফতার

 

জীববননগর ব্যুরো: যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রাজধানীর লালমাটিয়ায় আলালের বাসা থেকে তাদের আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে রুজুকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের প্রতিবাদে আজ চুয়াডাঙ্গা যুবদল বিক্ষোভ মিছিল বের করবে। গতকাল জীবনননগরে বিক্ষোভ মিছিল হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ জন নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে গতকাল শনিবার বিকেলে জীবননগরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। যুবদল নেতা কামরুল ইসলাম ও ময়েন উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা সড়কে অবস্থিত আখসেন্টার থেকে শুরু করে বাসস্ট্যান্ড ঘুরে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি সহসভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, বিএনপি নেতা পৌর কাউন্সিলর নূর নবী, কাউন্সিলর কাজী নাসির ইকাবল ঠাণ্ডু, রমজান আলী, মজিবর রহমান, উপজেলা যুবদল নেতা ময়েন উদ্দিন, আলতাফ হোসেন, আবু তালেব, আমিনুর ইসলাম, জেমস, আব্দুল বারেক, নাজমুল হক, জাফেরুল ইসলাম, মিজানুর রহমান, মিল্টন, আলী আহাম্মদ, মংলা, পৌর যুবদল নেতা আজমত আলী, আব্দুল আলিম, ইকতা, মিনাজুল, আলফাজ উদ্দিন, শাহজাহান, দিন ইসলাম, আরজাম আলী, আকরাম হোসেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সুমন, সরোয়ার, ইয়ামিন ও জুয়েল প্রমুখ।