মাথাভাঙ্গা মনিটর: এক মাসেরও বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। সুযোগ-সন্ধানী ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। লিগে গত তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ের পর জিতলো আর্সেনাল। লিগে এর আগে কোচ আর্সেন ভেঙ্গারের দলটি শেষ জিতেছিলো গত ২০ সেপ্টেম্বর, অ্যাস্টন ভিলার মাঠে ৩-০ গোলে। গতকাল শনিবার সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারছিল না। তবে ৩০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। আর্সেনালের ডিফেন্ডার পের মার্তেসাকারের উড়িয়ে মারা বল নিজেদের সীমানায় পান স্বাগতিক ডিফেন্ডার ওয়েজ ব্রাউন। কিন্তু ভালো মতো নিয়ন্ত্রনে নিতে না পেরে ব্যাক পাস দিতে গিয়েছিলেন তিনি কিন্তু সেটাও ঠিকমতো হলো না। ওই সুযোগে বল পেয়েই ক্ষিপ্র গতিতে দৌড়ে ডি বক্সের মধ্যে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন এ মরসুমেই বার্সেলোনা থেকে আসা সানচেস।