মাথাভাঙ্গা মনিটর: বিশ্বব্যাপি প্রবল প্রতিবাদ ও সমালোচনার মধ্যে শেষ পর্যন্ত ইরানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারীর দণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। রেহানে জাবারি নামে ২৬ বছর বয়সী ওই নারীকে তেহরানের কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে। এক সাক্ষাৎকারে জাবারির মা সোলেহ পাকরাভান মৃত্যুদণ্ড কার্যকরের কথা নিশ্চিত করে জানিয়েছেন, তিনি কবরস্থানে তার মেয়ের মৃতদেহ দেখার জন্য যাচ্ছেন। এর আগে চলতি মাসের প্রথমদিকে জাবারির দণ্ড কার্যকর ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ দণ্ডের বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা ব্যাপক প্রতিবাদ জানানোর পর আপাতত ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না। মানবাধিকার আন্দোলনকারীরাও তখন তাদের অনলাইন প্রচারণায় দাবি করেছেন, রাষ্ট্র তার দণ্ড কার্যকর ১০ দিন পিছিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি বলছে, তদন্তে ব্যাপকমাত্রায় গাফিলতি ছিলো ও নিঃসংশয় না হওয়ার পরও তাকে দণ্ডিত করা হয়েছে। ২০০৭ সালে মোর্তেজা আব্দুলালি সারবান্দিকে খুন করার অভিযোগে জাবারিকে গ্রেপ্তার করা হয়। জাবারি দাবি করেন, সারবান্দি তাকে যৌনপীড়ন করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি এও দাবি করেন, তিনি ছুরিকাঘাত করলেও খুনটি করেছেন অন্যকেউ।